কালিগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলা তুলে নিতে বাদীকে হুমকি
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলা‘র নলতা ইউনিয়নের নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সাইকেল মিস্ত্রী আবুল হোসেন কর্তৃক মামলা তুলে নেওয়ার জন্য বাদী রহিমা খাতুনকে হুমকি চাপ ও ভয়ভিতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী রহিমা খাতুন জানান তার নাবালিকা কন্যা (৫) নলতা ব্রাক স্কুলের শিশু শ্রেণীতে পড়াশুনা করে। গত নভেম্বর ২০১৭ বেলা সাড়ে ১২ টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নলতা কলেজ মোড়ে আসামী আবুল হোসেনের সাইকেল গেরেজের পিছনে নিয়ে ছোট শিশু কে খাবারের প্রলোভন দিখিয়ে যৌন পীয়ন করে। এঘটনায় রহিমা খাতুন বাদী হয়ে উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত আদর আলীর ছেলে আবুল হোসেন (৫০) নামে কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ০৩ এর ১০ ধারায় কালিগঞ্জ থানায় মামলা করা হয়। মামলা নং- ৬, তারিখ ০৭-১১-২০১৭। এদিকে মামলাটি তুলে নেওয়ার জন্য প্রকাশ্য বিভিন্ন স্থানে আবুল হোসেন হুমকি ও ভয় দেখানোর ফলে বাদী স্বামী হারা রহিমা খাতুন তার কন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি মামলার তদন্ত কারী অফিসার এস আই সুধাশু হালদারকে অবগত করা হয়েছে।
Please follow and like us: