কলারোয়ায় সাংবাদিকের ছেলের দোয়া অনুষ্ঠান
কামরুল হাসান,কলারোয়া:
কলারোয়ায় সাংবাদিক এমএ সাজেদের একমাত্র ছেলে প্রয়াত সোহেল রানার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান শুক্রবার উপজেলার চেড়াঘাট গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. জাঙ্গীর হোসেন। দোয়া অনুষ্ঠানে শরিক হন সাংবাদিক এম এ সাজেদের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, প্রতিবেশী ও সহকর্মী সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এম এ সাজেদ তাঁর একমাত্র ছেলে প্রয়াত সোহেল রানার জন্য সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিকের ছেলে সোহেল রানা (২২)।
Please follow and like us: