নাইট চার্জকে কেন্দ্র মুখোমুখি ভোমরা বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ
জাহিদ হোসাইন:
সাতক্ষীরার ভোমরা বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত নাইট চার্জ দাবিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান করছে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সংগঠন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। ফলে আমদানি রপ্তানি বন্ধের উপক্রম হতে পারে বলে মনে করছেন সুধিমহল। এদিকে অতিরিক্ত চার্জের প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ রাখে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। পরে অবশ্য ৬ দফা দাবির প্রস্তাব দিয়ে আমদানি রপ্তানি পুনরায় চালু করা হয়।
বন্দরের ব্যবসায়ীরা বলেন, সন্ধ্যা ৬টার পর কোন গাড়ী ঢুকলে তা খালাশ করার জন্য বন্দর কর্তৃপক্ষ আকস্মিকভাবে অতিরিক্ত টাকা দাবি করেন। এতদিন আমরা ওই টাকা ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসলেও আকষ্মিকভাবে এ চার্জ দাবি করায় আমরা অঘোষিতভাবে আমদানি রপ্তানি বন্ধ রাখি। এছাড়া বন্দর থেকে যে সব সুবিধা আমাদের পাওয়ার কথা তা থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি।
এ ব্যাপারে ভোমরা বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, আমরা অতিরিক্ত কোন ফি দাবি করা হচ্ছে না। যেটি দাবি করা হচ্ছে সেটি সরকারি গেজেটে উল্লেখ রয়েছে। এছাড়া তারা বন্ধদের সকল সুবিধা থেকে বঞ্চিত সেটিও সঠিক নয়। বন্দর কর্তৃপক্ষের দিক থেকে সকল সুবিধা তাদের দেওয়া হচ্ছে। তবে বিকাল সাড়ে ৫টার দিকে শর্ত সাপেক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু করা হয়।
ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ‘আমরা ৬ দফা দাবি জানিয়েছি তবে এখনও কোন আল্টিমোটাম দেয়নি। যদি আমাদের দাবি মানা না হয় তবে সকল কার্যক্রম বন্ধসহ হরতালের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।’
দৈনিক সাতক্ষীরা/জেড এইচ