কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ গাঁজাসেবীকে জরিমানা
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় গাঁজা সেবনের অভিযোগে ৩ব্যক্তিকে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। জানা গেছে- বিকেলে ৪টার দিকে উপজেলার ক্ষেত্রপাড়া মাদরাসা মোড় থেকে ওই গ্রামের আব্দুল আজিজের পুত্র কপিল উদ্দীন (৩৮)কে আটক করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার। আর থানার এসআই পিন্টু লাল দাস ও এসআই সোলায়মানের নেতৃত্বে পুলিশ সকাল ১১টার দিকে কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে পৌরসভাধীন গদখালী গ্রামের শরাফাত আলীর পুত্র আবুল কাশেম (২৮) ও সকাল ১০টার দিকে শেখ আমানুল্লাহ কলেজ এলাকা থেকে গদখালী গ্রামের ইসমাইল হোসেনের পুত্র আকরম হোসেন (২৭)কে আটক করে। তাদের সকলকে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন আটক আকরম হোসেনকে ৩হাজার টাকা, আবুল কাশেমকে ১হাজার টাকা ও কপিলউদ্দিনকে ৩হাজার টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
Please follow and like us: