তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি পুকুরে : চালক নিহত
তালা প্রতিনিধি :
বৃহস্পতিবার সকালে তালার সীমান্তবর্তী কাশিমনগর ইট ভাটায় মাটি নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি পুকুরে পড়ে যায় । এতে ট্রলি চালক মো. ইমরান হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে।
নিহত ইমরান হোসেন তালা উপজেলার খলিলনগর গ্রামের মোকবুল মোড়ল এর পুত্র।
সূত্রে জানাগেছে, এদিন সকাল ১০ টার দিকে কাশিমনগর তালতলা এলাকা থেকে ট্রলিতে করে আতিয়ার রহমানের ইট ভাটায় মাটি নিয়ে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইমরান নিহত হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান , ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: