আশাশুনির কাপসন্ডায় ফুটবল টুর্নামেন্টে উত্তর শ্রীপুর চ্যাম্পিয়ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) অনুষ্ঠিত খেলায় কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
কাপসন্ডা ফুটবল ময়দানে বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় কয়রা উপজেলার লালুলা বাগালি ফুটবল একাদশ ও কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় উত্তর শ্রীপুর। দ্বিতীয়ার্ধে তারা আরও এক গোল করে। পরে লালুয়া ফুটবল একাদশ ১০ মিনিট বাকি থাকতে গোল পরিশোধ সক্ষম হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে উত্তর শ্রীপুর টাইব্রেকারে ৪/৩ গোলে জয়লাভ করে। কাপসন্ডা প্রভাতী যুব সংঘের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহনেওয়াজ ডালিম। বিশেষ অতিথি ছিলেন, কয়রা সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাগালি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক তাপস কুমার দাশ। বিজয়ী দলকে নগদ এক লক্ষ টাকা ও রানার আপ দলকে ষাট হাজার টাকা প্রদান করা হয়। রেফারীর দায়িত্ব পালন করেন, আবু অহেদ বাবলু, আক্তারুজ্জামান, আনিছুর রহমান ও স্বপন কুমার। ধারা ভাষ্যে ছিলেন মফিজুল ইসলাম শরাফাত ও মোর্তজা হাসান ।
Please follow and like us: