বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসায় আলেম সম্মেলন অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী দ্বীন প্রতিষ্ঠান বজার গ্রাম রহিমপুর জামিআ’ এমদাদিয়া তা‘লীমুল কোরআন মাদ্রাসায় প্রখ্যাত আলেম ওলামায়ে কেরাম গনের অংশ গ্রহণে আলেম সম্মেলন ও আরবি গ্রামার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় মাদ্রাসার চত্বরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম পীরে কামেল মোকাম্মেলন আলহাজ্ব হযরত মাওঃ মোঃ অজীহুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন ইলমে নাহু ও ছরফ ইমাম বিশিষ্ট আদিব প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আবু সাইদ মেসবাহ ঢাকা। বিশেষ অতিথি হিসাবে আরবি গ্রামার প্রশিক্ষক হিসাবে আলোচক ছিলেন অত্র মাদ্রাসার শায়খুল হাদিস পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ মুফতি মোঃ আব্দুস সাদেক, হযরত মাওঃ মুফতী মোঃ ফয়জুল্লাহ রহিমপুর মাদ্রাসা, হযরত মাওঃ মুফতি মোঃ আঃ আলীম মোহাম্মদপুর মাদ্রাসা, হযরত মাওঃ মুফতী মোঃ আব্দুস সামাদ মুহাদ্দীস অত্র মাদ্রাসা সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসা থেকে আগত মুহতামীম ও মুহাদ্দীস সহ সর্ব স্তরের ওলামায়ে কেরাম গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ মুনজুরুল আলম ও আঃ মঈন।
Please follow and like us: