আশাশুনির কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ড. সদরুদ্দিন আহমেদ আর নেই

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি:
আশাশুনির কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সদরুদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুঅন্তে তিনি স্ত্রী ও ২ পুত্র রেখে গেছেন। তিনি সোমবার বেলা ৩ টার দিকে হঠাৎ হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাস্থ নিজস্ব বাস ভবনে মারা যান। ওই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা মিরপুর বুদ্ধিজীবি কবর স্থানে দাফন করা হয়। তিনি সম্ভ্রান্ত গাজী পরিবারের মৃত নজির উদ্দীন গাজীর কনিষ্ঠ পুত্র ও আশাশুনি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ (অফিসার ইনচার্জ) আল. রুহুল আমিনের ছোট চাচা। আগামী শুক্রবার বাদ জুম্মা মরহুমের হাজরাখালীস্থ নিজস্ব বাস ভবনে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। প্রসঙ্গতঃ ড. সদরুদ্দিন আহমেদ ইং-১৯৩৫ সালে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী পল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ইং-১৯৫১ সালের ইউনিয়নের পুইজালা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৫৩ সালে সাতক্ষীরা রাজারবাগান (সাতক্ষীরা সরকারি) কলেজ থেকে ১ম বিভাগে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স পাশ করেন যথাক্রমে ১৯৫৬ ও ১৯৫৭ সালে। ১৯৬৯ সালে তিনি ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এরপর ১৯৬১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে অধ্যাপনা করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নর্দান বিশ্ববিদ্যালয় এর কলা ও মানবিক অনুষদের অধ্যাপক ও ডীন হিসাবে কর্মরত ছিলেন। তার লেখা বই গুচ্ছ হচ্ছে-লার্নিং ইংলিশ দ্যা ইজি ওয়ে ১৯৮৬, ইংলিশ ফর টু ডে (এনটিসিবি) ২০০৮, গ্রামার এন্ড কম্পোজিশান ফর ক্লাস সিক্স (এনটিসিবি) ২০০৮, গ্রামার এন্ড কম্পোজিশান ফর ক্লাস-৮ (এনটিসিবি) ২০০৮। এছাড়া ফররুখের নির্বাচিত কবিতার নিগূঢ় পাঠ-২০০৬, দেশী ও বিদেশী সাহিত্য ২০০৯, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর রহস্য-২০১১, দেহমঞ্জরী-(একুশে বই মেলা) ২০১৫ সহ বিভিন্ন ক্লাসের গ্রামার ও সাহিত্য বইয়ের রচয়িতা ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থের বাংলা তর্জমা করেছেন বলে তার পরিবার ও বন্ধুজনের নিকট থেকে জানাগেছে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)