ব্রহ্মরাজপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের নববর্ষ পালন
নিজস্ব প্রতিনিধি :
সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন ইমারত শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ে সোমবার রাতে ইংরেজি নববর্ষ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র শাখার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক স,ম জালালউদ্দীন, ডি,বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই এমদাদুল হক, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ আবু জাফর আলী মোল্যা, মোঃ তোফাজ্জেল হোসেন, বি.ডি.এফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, ধুলিহর ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, লিয়াকত হোসেন, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য রেজাউল করিম মঙ্গল, ইমারতের অত্র শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ বাবু, সাবেক ইউপি সদস্য মকফুর রহমান, ডাঃ জিয়াউর রহমান, আব্দুস সালাম সানা প্রমূখ।
অনুষ্ঠানে সব শেষে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিদের মাঝে ২০১৮ সালের কলম, ক্যালেন্ডার ও ডাইরী তুলে দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউপি মেম্বার ও সাংবাদিক রেজাউল করিম মিঠু।