কালিগঞ্জে কালিন্দি নদী থেকে জেলেদের জালে ধরা পড়লো কুমির
ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জ :
কাালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাজঝাড়িয়া ক্যাম্পের পার্শ্ববর্তী কালিন্দি নদী থেকে জেলেদের জালে ধরা পড়লো একটি কুমির। সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর ৬ টায় স্থানীয় বাজুয়াগড় গ্রামের মৃত জেহের আলী ছেলে মৎস্যজীবী আব্দুল সালাম (৩০),সোমবার দিবাগত রাতে মাছ ধরার জন্য নদীতে জাল পেতে রাখলে সকালে জাল উঠালে তার মধ্যে ৪ ফুট লম্বা একটি কুমির দেখতে পেলে স্থানীয়রা জেলে সেটি উদ্ধার করে বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার শাহাজান খানকে খবর দিলে তিনি সেটি উদ্ধার করে। এব্যাপারে নায়েব সুবেদার শাহাজান খান জানান আমরা কুমিরটা উদ্ধার করে প্রাণি সম্পদ অধিদপ্তরে খবর দিলে তারা সেটি নিয়ে যায়।
Please follow and like us: