কলারোয়ায় ২টি নাশকতা মামলার আসামিকে যুবলীগের ও নৌকার এজেন্টের প্রত্যায়ন পত্র দেওয়ার অভিযোগ
ইয়ারব হোসেন:
২টি নাশকতা মামলার আসামিকে যুবলীগের ও নৌকার এজেন্টের প্রত্যায়ন পত্র দেওয়া হয়েছে। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ানের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম এ প্রত্যায়ন পত্র দিয়েছেন।
একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে,কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের সামছু শেখের ছেলে শাহাজান শেখ একজন জামাত নেতা। ২০১৩সালের পর ২০১৫সালের দিকে মোটা অংকের টাকা দিয়ে মামলা থেকে রক্ষাপেতে যুবলীগে নাম লেখায়। তাতেও শেষ রক্ষা হয়নি। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুটি নাশকতা মামলা হয়েছে। সম্প্রতি সরকার বিরোধী সভা করার অভিযোগে এ মামলা হয়েছে শাহাজান শেখের বিরুদ্ধে।
লাঙ্গলাঝাড়া ইউনিয়ান আওয়ামীলীগের আবুল কালাম জানান,শাহাজান শেখ একজন জামাত নেতা। তার বিরুদ্ধে আগে একটি নাশকতা মামলা ছিল। ওই মামলায় সে জেল খেটেছে। তার বিরুদ্ধে সম্প্রতি একটি নাশকতার মামলা হয়েছে। মামলা থেকে বাঁচাতে তাকে যুবলীগের প্রত্যায়নপত্র দিয়েছেন চেয়ারম্যান নুরুল ইসলাম।
কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজি আছাদুজ্জামান জানান,সে শাহাজান শেখ যুবলীগের কেই না। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সে একজন জামাত নেতা। তাকে লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নৌকার এজেন্ট হিসেবে প্রত্যায়নপত্র দিয়েছে।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,ভাই ভাই বিরোধকে কেন্দ্র করে তার নামে মামলা দেওয়া হয়েছে। সে উপজেলার ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেনের এজেন্ট ছিল। সে যুবলীগ করে। এলাকায় আরো অনেক জামাত নেতা আছে। কিন্ত তাদের বিরুদ্ধে মামলা হচেছ না।
কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস জানান,তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সে জেল খেটেছে। সাবেক যুবলীগ নেতা মহিবুল ইসলাম ও মিন্টু তাকে যুবলীগের নেতা বানিয়ে প্রত্যায়নপত্র দিয়েছে।
কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, সে জামাত নেতা। তাকে চেয়ারম্যান নরুল ইসলাম যুবলীগ নেতা বানিয়ে প্রত্যায়নপত্র দিয়েছে।
Please follow and like us: