সাতক্ষীরায় দোকানের মধ্যে ডেকে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শহরের কুকরালী মোড় এলাকায় দ্বিতীয় শ্রেণির (৮) এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক বালু ব্যবসায়ী। এ সময় স্থানীয় জনতা ঘটনাটি দেখে তাকে আটক করে পুলিশে খবর দেয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ধর্ষক চেষ্টাকারী বালূ ব্যবসায়ী কওসার আলী (৬০) শহরের কুকরালী গ্রামের মৃত. আব্দুল বারীর ছেলে। মেয়েটি স্থানীয় কিন্ডার গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার বলেন, অভিযুক্ত বালূ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শিশু মেয়েটি বাড়ি থেকে ফুল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বালু ব্যবসায়ী কওসার আলীর দোকানের সামনে আসলে মেয়েটিকে দোকানের মধ্যে ডেকে নেয় কওসার আলী। এ সময় একশ টাকার লোভ দেখিয়ে দোকানের মধ্যে থাকা অন্য রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় জনতা বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Please follow and like us: