দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা মুক্ত মে নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিআরডিবি কর্মকর্তা ইসরাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন।
Please follow and like us: