আশাশুনির খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগে বাণিজ্য !
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এম,এল,এস এস (নৈশপ্রহরী) পদে চাঁকুরি দেওয়ার নাম করে একাধিক প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ বন্ধে ইতিমধ্যে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারি আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মৃত সত্যব্রত দাসের ছেলে ইন্দ্রজিৎ কুমার দাশ জানান, তিনি খাজরা ইউপির সাবেক ইউপি সদস্য ও খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি। খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী পদে নিয়োগ দেওয়ার জন্য গত ১০/১০/২০১৭ তারিখে দরখাস্ত আহবান করা হয়। এলাকার গরীব ও মেধাবীরা দরখস্ত করে। কিন্তু স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব কুমার দাশ নিয়োগ প্রক্রিয়ার আগে এলাকার একাধিক প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এক্ষুনে তিনি উক্ত অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবী জানান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব কুমার দাশের সাথে তার ব্যাবহারিত মোবাইল ফোনটি যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান জানান, গত ১৮/১২/১৭ তারিখে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগ বন্ধের আবেদন পেয়েছিলাম। এখনও এ বিষয়ে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে খুব শ্রীর্ঘই ব্যাবস্থা নেওয়া হবে।
Please follow and like us: