তালা আলামীন একাডেমীর বার্ষিকী ক্রিয়া প্রতিযোগিতায় ” নাফিস” এর সফলতা
জহর হাসান সাগর: তালা আলামীন একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্টিত হয়েছে।বিএম ইসমাইল হোসেন নাফিস, খেলার ৩ টির মধ্যে ২ টি তে প্রথম ও একটিতে দ্বিতীয় হয়েছেন।বৃহস্পতিবার ২৭ শে ফেব্রুয়ারী তালার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমীর আয়োজনে তালা পুরাতন ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ শে একাডেমী তৃতীয় শ্রেণীর ছাত্র বি এম ইসমাইল হোসেন নাফিস তিনটি খেলায় অংশগ্রহণ করে দুটি তে প্রথম স্থান অধিকার ও একটিতে দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে।বিএম ইসমাইল হোসেন নাফিস তালা সদরের আগোলঝাড়া গ্রামের মোঃ বেলাল হোসেন এর ছেলে। তিনি আল আমিন একাডেমীর তৃতীয় শ্রেণীর ছাত্র। খেলায় নাফিস কবিতা আবৃত্তি করে প্রথম স্থান, মোড়গ লড়াইয়ে প্রথম স্থান ও লম্বা দৌড়ে দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে।পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা বর্ণিত সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল্লাহ আল মামুন।এছাড়া আরো উপস্থিত ছিলেন তালা আল আমিন একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জলিল, মোঃ নরিম হোসেন, গাজী গোলজার হোসেন, মাওলানা রেজাউল করিম, সরদার আব্দুস সবুর, মাওলানা এস এম আহমদ উল্লাহ, তোহা হীরা খাতুন, তরিকুল ইসলাম ,আল আমিন প্রমুখ।