কলারোয়ায় সাংবাদিক পলাশ চৌধুরীর মাতৃবিয়োগ
কামরুল হাসান: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের মা ও মরহুম ওয়াজেদুর রহমান খান চৌধুরীর স্ত্রী লাইনুর নাহার খানম (৮৪) শুক্রবার (২৮ ফেব্রুয়ারি’২৫) সকাল সোয়া ৬টায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুম্মা নামাজের পর কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ও গ্রামের বাড়ি গণপতিপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন তার ছোট পুত্র দিপু চৌধুরী।
উল্লেখ্য, মরহুমার বড় ছেলে সাজেদুর রহমান খান চৌধুরী মজনু কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এবং মেজ ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান খান চৌধুরী উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলারোয়া থানার বিপরীতে ছেলেদের বাড়িতে বসবাস করতেন।