ডোনাল্ড ট্রাম্পকে ‘হুঁশিয়ারি’ ট্রুডোর
আন্তজার্তিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসংগত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ট্রুডো এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে বলেছেন, কানাডা অবিলম্বে এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। খবর এনডিটিভির।দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ট্রুডোর এই বিবৃতি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহের সমালোচনা করে আসছেন। তিনি বলেছেন, এসব মাদক কানাডা এবং মেক্সিকো উভয় দেশ থেকে এসেছে। ট্রুডো তার বিবৃতিতে বলেছেন, আমরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবো। শুল্কগুলো এড়াতে প্রয়োজনীয় সবকিছু করব। তবে আগামী মঙ্গলবার কানাডার ওপর অযৌক্তিক শুল্ক আনা হলে কানাডিয়ানরাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাত্ক্ষণিক এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া নেবে।ট্রাম্প এর আগে জানিয়েছেন, আগামী ৪ মার্চ থেকে উভয় দেশের ওপর শুল্ক আরোপ করবেন। এর প্রতিক্রিয়ায় ট্রুডো বলেছেন, শুল্কের বিষয়ে আমাদের সরকার এবং প্রকৃতপক্ষে সমস্ত টিম কানাডা, প্রিমিয়ার, ব্যবসায়ী নেতা, সম্প্রদায়ের নেতারা একটি বিষয়ে মনোনিবেশ করেছেন যেন মঙ্গলবার এবং পরবর্তী সপ্তাহগুলোতে কানাডার ওপর কোনও শুল্ক আরোপ করা না হয়।তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের চলমান ফেন্টানিল সংকটকে কেন্দ্র করেই প্রেসিডেন্ট আগামী সপ্তাহের শুল্কের কথা উল্লেখ করেছেন। তবে আমরা কানাডাতেও একই সংকটের মুখোমুখি হচ্ছি।ট্রাম্প বলেছেন, মেক্সিকো ও কানাডা থেকে আমাদের দেশে মাদকদ্রব্য এখনও অনেক উচ্চ এবং অগ্রহণযোগ্য মাত্রায় প্রবেশ করছে। এই ওষুধগুলোর একটি বড় অংশ আসে ফেন্টানিল আকারে। সেটি চীন তৈরি করে এবং সরবরাহ করা হয়।ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছিলেন, গত বছর এই বিপজ্জনক এবং অত্যন্ত আসক্তিমূলক বিষের বিতরণের কারণে এক লাখের বেশি মানুষ মারা গিয়েছিল।