প্রতিবাদ লিপি
আমি মফিজুর রহমান, দীর্ঘ সময় ধরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে সুনামের সাথে কাজ করে যাচ্ছি। কিন্তু সম্প্রতি নিখাত খবর নামে একটি অন-লাইন এবং ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে মিথ্য তথ্য ছড়িয়ে দিচ্ছে। যা ২৬ ফেব্রুয়ারি আমার নজরে আসে।
অনলাইন এবং ইউটিউব প্রকাশিত খবর “সাতক্ষীরায় জনস্বাস্থ্য
প্রকৈশলী শহিদুল ইসলামের শতকোটি আত্নসাৎতের অভিযোগ” শিরোনামের সাংবাদে আমার উদ্ধৃতি হিসেবে ব্যবাহার করেছে (সাতক্ষীরা সদর উপজেলার জনস্বাস্থ্য বিভাগের সাবেক প্রকৌশলী মো.মফিজুর রহমান জানান) যা কখনোই সত্য নয়। এমনকি এই ধরনের কোন পত্রিকা, এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিক, কারো সাথেই আমার এমন আলোচনা বা কথা হয়নি।
এমন তথ্য শুধুমাত্র মানহানির জন্যই প্রকাশ করা হয়েছে। এই ঘটনার আমি তিব্র নিন্দা জানাচ্ছি।
মোঃ মফিজুর রহমান
উপসহকারী প্রকৌশলী
Please follow and like us: