কলারোয়ায় শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা
কামরুল হাসান:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে কলারোয়ায় ‘শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর’র উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসলাম খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার দাস। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুল লতিফ। যুবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোর্তজা হাসান, ফারহানা খাতুন প্রমুখ।অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব অফিসার মাজহারুল ইসলাম।
Please follow and like us: