পাইকগাছায় চিংড়ী ঘেরে বিষ প্রয়োগ
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় চিংড়ী ঘেরে বিষ প্রয়োগ করায় ঘেরের সমস্ত মাছ মরে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা এলাকার অযোদ্ধা সরকারের ছেলে দ্বিজেন সরকার বলেন এলাকায় আমার দেড় বিঘার একটি মৎস্য লীজ ঘের রয়েছে। পূর্ব শত্রুতার জের হিসেবে কে বা কারা রোববার রাতে লীজ ঘেরে বিষ প্রয়োগ করে। সোমবার সকালে খাবার দিতে গিয়ে দেখি ঘেরের সমস্ত মাছ মরে সাবাড় হয়ে গেছে। এতে আর্থিক ভাবে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি মৎস্য দপ্তর কে অবহিত এবং থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি সবজেল হোসেন জানিয়েছেন।
Please follow and like us: