বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক
আব্দুল্লাহ আল মামুন: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় স্মার্ট মেডিকেল সেন্টার এর হলরুমে সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ডাঃ অনির্বাণ সরকার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাহবুবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল গাফফার, উপদেষ্টা মোঃ শফিউল ইসলাম, উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু, উপদেষ্টা মোঃ আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক ডাঃ আল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।