আশাশুনিতে তাঁতীদলের প্রতিষ্ঠা বর্ষিকী ও দোয়া অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান, শুভেচ্ছা র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি বাজার চান্নী সেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশার সভাপতিত্বে ও সিনিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহবায়ক আমির হোসেন বাদশা। নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মাহমুদ মোস্তফা। সম্মানিত অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা তরুন দল সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আশাশুনি জাসাস আহবায়ক আসাদুজ্জামান আসাদ, বড়দল যুবদল আহবায়ক শরীফুজ্জামান শরীফ, যুবদল যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, তাঁতী দলের সদস্য সচিব মেহদী হাসান প্রমুখ। সবশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।