আশাশুনি উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে খুলনা জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন ইসলামপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে দেবাহাটা থানায় একটি হত্যা ও সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন, সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির যুগ্ন সম্পাদক এড. নুরুল আমিন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা শাকিল দেবাহাটা থানার আলহাজ¦ রুহুল আমিন হত্যা মামলার ১৪ নং আসামী। যার মামলা নং- জিআর-৭৬/২৪। এছাড়া সাতক্ষীরা সদর থানার নাশকতা মামলার ৬৮ নং আসামী। যার নং জিআর-৭৭/২৫।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার এসআই সাখাওয়াৎ হোসেন ও শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে কয়রা থানা পুলিশের সহযোগিতায় পুলিশের একটি টিম খুলনা জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন ইসলামপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আবু হেনা শাকিল বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়টি নিয়ে তিনি জেলা পুলিশ সুপারের কাছে ফোন দিয়ে বিস্তারিত জানার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে তার সরকারী মোবাইল ফোনে ফোন দিলে তিনি তার ফোনটি রিসিভ করেন নি।