আসছে রাজ রিপার ‘ময়না’
বিনোদন ডেস্ক:সিনেমাটি মুক্তি প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে শুক্রবার ১৪ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল গিফট হবে এমনটাই আমি আশা করি। ভালোবাসা দিবসে আমার প্রেমিকের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সাথে সিনেমাটি দেখব বলে প্ল্যান করে রেখেছি।’অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এ অভিনেত্রী। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ময়না মুক্তি পাচ্ছে।মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নিজের আসন্ন সিনেমা নিয়ে খুবই আশাবাদী রিপা। ময়না একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। আলিম উল্লাহ থোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ এ পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ নিজেই।এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবে দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া আরো অভিনয় করেছেন-আমান রেজা, কায়েস আরজ, সুব্রত, আফফান মিতুল, আনোয়ার, তাহমিনা মোনা, তিশা আক্তার, তমা খান, আনিকা আক্তার প্রমুখ।সিনেমাটি ফার্স্ট লুক এবং টিজার প্রকাশের পরই আলোচনায় আসে। এবার সিনেমা হলে দেখার জন্য মাত্র একদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের। অভিনয়ে আসার আগে ব্যাডমিন্টন খেলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিপা। তার পরিবার চাইতেন খেলাটাকেই তিনি বেশি প্রাধান্য দিক। কিন্তু ছোটবেলা থেকে রিপার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। ঢাকায় পড়তে এসে মডেলিং শুরু করেন।ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা হয়েছে তার। ময়নার মুক্তির পর আরো নতুন একটি সিনেমার শুটিংয়ে যুক্ত হবেন এই অভিনেত্রী। মার্চ শুরু হবে শুটিং। সিনেমায় অভিনয় ছাড়াও মডেলিং করছেন তিনি ‘স্যাভি বিউটি’ নামের একটি ব্রান্ডের প্রমোশন করছেন। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এটা তার ক্যারিয়ারের ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করছেন এ অভিনেত্রী।