সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে মিডিয়া কর্মীদের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ হাবিবুর রহমান। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সেক্রেটারি ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম।
সময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকা ও জাগরণী টিভির জেলা প্রতিনিধ হাফিজুর রহমান, দৈনিক দিনের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, বাংলাদেশ খবর প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ প্রমুখ।এসময় প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সাংবাদিকদের মাঝে নববর্ষের ডায়েরি বিতরণ করা হয়।কর্মশালায় উপজেলার ১৪ টি ইউনিয়নের মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন।