আবারও চোট পেলেন সৌম্য
স্পোর্টস ডেস্ক:ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে ফিরেছিলেন মাঠে। তাকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। তবে আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চলা অনুশীলনে আবারও চোটে পড়েছেন সৌম্য।সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল সৌম্যের ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন এই টাইগার ওপেনার।বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক শুশ্রূষা দেন সৌম্যকে। কিছুক্ষণ বাদে ড্রেসিংরুমে হেঁটে চলে যান তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের। কেননা এই ডান হাতের আঙুলের ইনজুরি থেকেই সেরে উঠার পর তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন এই চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি।