দরগাহপুর কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রাঙ্গন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অধ্যক্ষ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামুন হোসেন। অনুষ্ঠানে ৩০ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Please follow and like us: