তালায় সেতু নির্মাণের কাজ শেষ না করে লাপাত্ত ঠিকাদার
ফারুক সাগর:সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা বাজারে দীর্ঘদিনের দাবির মুখে কবোতাক্ষ নদের উপর সেতু নির্মাণের কাজ শুরু হলেও বর্তমানে সেটি বন্ধ আছে। কাজ শেষ না করে লাপাত্ত ঠিকাদার। ফলে এলাকাবাসীর দুর্ভোগ সহসাই কাটছে না।নদের এক পাশে ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহা অন্য পাশে মাগুরা ইউনিয়নের মাগুরা বাজার অবস্থিত। উপজেলার হাজার হাজার মানুষ নির্মাধনী সেতুর পাশে অস্থায়ী সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এর আগে দুই ইউনিয়নের সংযোগ স্থাপন করা হত খেয়া পারাপারের মধ্য দিয়ে। ২০২১ সালের ২৪ নভেম্বর কবোতাক্ষ নদের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় সেতু নির্মাণের জন্য ১১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকা বরাদ্দ দেওয়া হয়।তালা উপজেলার প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়,খুলনার জেড টি নামক ঠিকাদার প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ পায়। তারা সঠিক সময়ে কাজ শুরু করে। কিন্তু পিলার নির্মাণ সহ অনুষঙ্গ কিছু কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান লাপাত্ত রয়েছে। সেতু নির্মাণের মেয়াদ তিন বছর অতিবাহিত হলেও এখনও অধরা কবোতাক্ষ নদের পাশে বসবাসরত মানুষের স্বপ্ন।
সরেজমিনে দেখা যায়,নদের দুই পাশের পিলারের কাজ সমাপ্ত হয়েছে। তবে নদের অভ্যন্তরের পিলারের কাজ অসমাপ্ত আছে। সেই সাথে পিলারের রড বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া সেতু নির্মাণের জন্য ব্যবহৃত সরঞ্জাম বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়েছে। নির্মাধনী সেতুর জন্য মাগুরা ইউনিয়নের সাথে তালা উপজেলার একমাত্র সংযোগ স্থাপনকারী সড়কের উপর অস্থায়ী বাইপাস সড়ক নির্মাণ করা হয়। যার ফলে অনিরাপদ হয়ে পড়েছে যাত্রীদের জীবন।স্থানীয় মাগুরা বাজারে বসবাসকারী এনজিও সংস্থায় কর্মরত সোম দেবনাথ বলেন,এতদিন অতিবাহিত হলেও সেতুর কাজ শেষ হয়নি। ফলে আমাদের চোখের স্বপ্ন অশ্রুতে পরিণত হচ্ছে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় দুই ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম বাঁশের সাঁকো ভেঙে পড়ে। ফলে জরুরী সেবায় বিঘ্ন ঘটে।সংশ্লিষ্ট জেড টি নামক ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।