তালায় অবৈধ বাধ নির্মাণে হুমকিতে বোরো আবাদ
ফারুক সাগর:সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাধাল বিলের মধ্যে সরকারি (খাস) খালে অবৈধভাবে বাধ দিয়ে পানি নিষ্কাশনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ কারণে এলাকার শতাধিক কৃষকের ইরি-বোরো আবাদ হুমকিতে পড়েছে।
সরেজমিনে দেখা যায়,সোনাবাধাল গ্রামের ব্রজেন সরকারের দু’ছেলে প্রশান্ত কুমার সরকার ও শম্ভু চরন সরকার,ভক্তরাম সরকারের ছেলে পরিতোষ সরকার,মৃত:রথিকান্ত সরকারের ছেলে অভিজিৎ সরকার,খগেন সরকারের ছেলে কৃষ্ণপদ সরকার ও তরুন কুমার সরকার খালে জোরপূর্বক ভেড়িবাধ দিয়ে অবৈধভাবে দখল করে মাছ চাষ করছে। ফলে সোনাবাধাল ও হরিনখোলা গ্রামের প্রায় শতাধিক কৃষক ইরি বোরো আবাদ হুমকিতে পড়েছে। এ ঘটনায় সোনাবাধাল গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি গত জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করে।
স্থানীয় কৃষক কাক্তিক মন্ডল বলেন,আমাদের এলাকার এই সব ভূমিদস্যুরা খাল দখল করে ভেড়িবাধ দিয়েছে। যার কারণে এলাকার প্রায শতাধিক কৃষক এবার ধান করতে পারবে না।
কালিপদ ঢালী নামে আর এক কৃষক বলেন,আমরা ভেড়িবাধ ভেঙ্গে দিতে গেলে উক্ত ব্যক্তিরা আমাদের দা,লাঠি দিয়ে মারতে আসে। এছাড়া জীবননাশের হুমকি দেয়। তাই আমরা জীবনের ভয়ে কিছু বলতে পারি না। অভিযোগ অস্বীকার করে প্রশান্ত সরকার বলেন,আমরা আমাদের ব্যাক্তি মালিকানাধীন স্থানে বাঁধ দিয়েছি। তবে জল বেরিয়ে যাওয়ার জন্য বক্স কালভার্ট বসানো হয়েছে।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল বলেন,সরেজমিনে তদন্তের জন্য স্থানীয় ভূমি কর্মকর্তা (তহশিলদার) কে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।