আশাশুনির আনুলিয়ায় দীর্ঘ প্রতীক্ষিত একসরা সড়কে কার্পেটিং এর কাজ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা ইউসুফ মোড়লের বাড়ি থেকে বিছট মারকাজ মসজিদ গামী রাস্তার ১ কি.মি. কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কাজের শুভ উদ্বোধন করেন,হ সাতক্ষীরা ০৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। প্রায় ৯৩ লক্ষ টাকা বরাদ্দের প্রায় ১ কি.মি. সড়কের নির্মাণ কাজ পরিচালনা করছেন সাতক্ষীরার আরিফ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সড়কের গুরুত্ব বর্ণনা করে ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, কপোতাক্ষ নদের ওপারে কয়রা উপজেলার হোগলা ও এপারের দক্ষিণ একসরা খেয়াঘাট। মারকাজ মসজিদ থেকে দঃ একসরা খেয়াঘাট পর্যন্ত ৪ কি.মি. রাস্তার কাজ শেষ হলে দুই উপজেলার দুরত্ব কমবে কয়েক কিলোমিটার। আশাশুনি ও কয়রা উপজেলার মানুষের ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হবে বলে মনে করি। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের দঃ একসরা, নাংলা ও বিছট গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে। এলাকায় কর্মজীবী মানুষের উপার্জনে ইতিবাচক প্রভাব পড়বে। তাই শুধু ১ কি.মি. সড়ক নয় ৪ কিলোমিটারের মধ্যে বাকি ৩ কি.মি. সড়কের কাজ সম্পন্ন করতে অবিলম্বে বরাদ্দের আবেদন জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের এস ও বাপ্পি ও জুলফিকার আলী এবং স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: