জেলা বিএনপির সদস্য সচিবকে বুধহাটা ইউনিয়ন বিএনপি’র শুভেচছা
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিবের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মত বিনিময় শেষে ফুলেল শুভেচছা প্রদান কালে বুধহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুর রব, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল কুদ্দুস গাজী, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলেছুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, বিএনপি নেতা ফারুক হোসেন লেনিন, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদ হোসেন, বিএনপি নেতা ওলিউল্লাহ, সিরাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপি’র প্রচার সম্পাদক হুমায়ুন কবীর কাজল, সাজ্জাদ হোসেন, আকবর আলী, মহিদুল ইসলাম, আলী মুর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তিনি মফস্বল পর্যায়ে দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার আহবান জানান।
Please follow and like us: