পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শ্যামল কৃষ্ণ সানা, অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, সুকদেব চন্দ্র রায়, আব্দুল হালিম, তরুণ কান্তি সানা, গোপাল চন্দ্র মন্ডল, প্রশান্ত কুমার সানা, কামরুন্নাহার ও কংকর কুমার সরকার। সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সফর করা সহ বিদ্যালয় এবং শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us: