আশাশুনি উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
জি এম মুজিবুর রহমান ঃ বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়।সাতক্ষীরা জেলা হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন অনুমোদনকৃত কমিটির সভাপতি সাইফুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, সিনিঃ সহ সভাপতি কবির, সহ-সভাপতি মুনিরুজ্জামান ও সারাবান তহুরা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহসিন উদ্দীন ও কেএম ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক গাউছুল আজম, সহ-সংগঠনিক সম্পাদক অমলেন্দু মন্ডল, খায়রুল বাশার ও আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা দিপ্তী প্রভা মজুমদার, অর্থ সম্পাদক কুমারেশ মন্ডল, সহ-অর্থ সম্পাদক আবু জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কমলেশ সানা, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিমুজ্জামান সজল, ধর্মীয় বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক কাজল কৃষ্ণ মন্ডল, আইন বিষয়ক সম্পাদক লোকনাথ বিশ্বাস এবং রিক্তা খাতুন, তানিয়া আক্তার, সায়লা আক্তার ও রাশেদুজ্জামানকে কার্যকরী সদস্য করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।