তালায় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায়
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩জানুয়ারি) তালা উপজেলা প্রশাসন এ আদেশ দেন।জানা যায়,খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের জালালউদ্দিন গাজীর ছেলে শাইনুর রহমানের(১৬) সাথে একই ইউনিয়নের খলিশখালী গ্রামের আব্দুল আজিজের মেয়ে
আফসানা আজিজ মিমি (১৪) সাথে বাল্যবিবাহ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ছেলে পক্ষের বাড়িতে বিবাহ অনুষ্ঠিত হয়।স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে,দ্রুত তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ ক্রমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭/৮ অনুচ্ছেদের -১ ধারা অনুযায়ী ছেলে পক্ষের ভগ্নিপতি আমিনুর রহমান ও চাচা জাকির সরদার কাবিন নামায় সাক্ষী থাকায় উভয়কে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার,ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পিতামাতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।