অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
মোহাম্মদ আলি মুন্সী :সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক হাফিজকে দেখতে ও খোঁজখবর নিতে গেলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার নেতৃবৃন্দ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক সহিদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি আনিসুল রহমান, ব্রহ্মরাজপুর আমীর মাও: জাকির হোসেন, জামায়াত নেতা হা. নজরুল ইসলাম, হা. শাহিনুজ্জামান, ইবাদুল ইসলাম প্রমুখ । এ সময় অসুস্থ সাংবাদিক হাফিজের জন্য দোয়া করা হয় এবং তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউরোলজী বিভাগে ভর্তি করা হলে, পরিক্ষা নিরিক্ষায় শারীরিক সমস্যার জটিলতা দেখা দিলে ১৯ জানুয়ারি রোববার তাকে অপারেশন করানো হয়। অপারেশন শেষে ৮ ঘন্টা অচেতনর স্বাভাবিক হন। তিনি এখন সুস্থতা অনুভব করছেন।