বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান জগদীশ কারাগারে
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে চাঁদাবাজি, ভাংচুর ও মালামাল লুটের মামলায় বামনডাঙ্গা গ্রামের মৃত হিমাংশু সানার ছেলে বড়দল ইউপি’র সাবেক চেয়ারম্যানের জগদীশ চন্দ্র সানার জামিন না মঞ্জুরর করেছেন বিজ্ঞ আদালত।
জানাগেছে, গোয়ালডাঙ্গা গ্রামের আরিফুল ইসলাম বকুল এর দায়েরকৃত আশাঃ সি আর ৩৬৬/২৪ মামলায় সিনিয়ার জুডিশাল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন দিতে যান আসামী জগদীশ চন্দ্র সানা। বুধবার দুপুরে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
Please follow and like us: