তালায় নবাগত সহকারী কমিশনার(ভূমি)সাথে সৌজন্য সাক্ষাৎ
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলা ভূমি কার্যালয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো:মাসুদুর রহমানের যোগদান উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করে মফস্বল সাংবাদিক সোসাইটির তালা উপজেলার সাংবাদিকরা। গত বুধবার(২২জানুয়ারি) উপজেলার পাটকেলঘাটা ভূমি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,সংগঠনটির তালা উপজেলা কমিটির সভাপতি নব কুমার দে ও সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, জৈষ্ঠ্য সাংবাদিক এম এ ফয়সাল,সহ সভাপতি শেখ নাজমুল হাসান মিঠু,সাংগঠনিক সম্পাদক ফারুক সাগর,রুবেল হোসেন প্রমুখ।নবাগত কর্মকতা মো: মাসুদুর রহমানের পূর্বের কর্মস্থল ছিল নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তিনি খুলনার খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। একই সাথে তার সাইরাত সহকারী হিসেবে যোগদান করেন মো: আব্দুল হাই সানা, সার্ভেয়ার হিসেবে যোগদান করেন মো: মিরাজ হোসেন, অফিস সহকারী হিসেবে যোগদান করেন খন্দকার নাছিমুল হক, নাজির হিসাবে যোগদান করেন তপন কুমার সরদার, অফিস সহায়ক মো: ইকবাল হোসেন ও শেখ রফিকুল ইসলাম । সহকারি কমিশনার( ভূমি ) সাংবাদিকদের বলেন, তার কাজে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেটাই তার লক্ষ্য । কারোর কোন অভিযোগ থাকলে দালাল না ধরে সরাসরি তার সাথে যোগাযোগ করে সমাধান নিতে অনুরোধ করেন তিনি। সবাই মিলে কাজ করলে প্রতিটি কাজে সচ্ছতা আনা সম্ভব বলে তিনি মনে করেন। সেই সাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।