সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ্ও সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এরপরে বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ধারণ করে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান, অভিনয়,কবিতা আবৃত্তি আর ফুলেল সাজ সজ্জায় কোমলমতি নবীন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। আরো বক্তব্য দেন, যশোর বোর্ডে প্রথম স্থান অধিকারী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন, শিক্ষিকা শারমিন সুলতানা, অভিভাবক স্বপ্না চক্রবর্তী, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহিম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।