সাতক্ষীরায় জমি বিক্রির নামে প্রতারনার অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ জমি বিক্রির নামে প্ররনার মাধ্যমে এক প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী। ভুক্তভোগী হলেন,সাতক্ষীরার শহরের আজাদ নগর এলাকার আরিফুর রহমান গাজী। অভিযুক্তরা হলেন,একই এলকার ইসমাইল হোসেন, আনিছুর রহমান, আক্তারুজ্জামান, শ্যামনগর এলাকার সামছুর রহমান,আবুল কাসেমের স্ত্রী রোকেয়া বেগম।অভিযোগ সুত্রে জানা যায়, বছর খানেক আগে কাতার প্রবাসী যুবক আরিফুর রহমানের সাথে সাতক্ষীরা শহরে ও কালিগজ্ঞ এলাকায় জমি বিক্রির জন্য কথা হয় অভিযুক্তদের সাথে। কথামত গত বছরের ১৫ফেব্রয়ারি ৬৫লক্ষটাকা চুক্তিতে তিনি ৩০লক্ষ টাকা বায়না পত্র করেন। এ ছাড়া ১৩আগষ্ট পুনরায় ৫লক্ষ টাকা সহ সর্বমোট ৩৫লক্ষ টাকা প্রদান করেন তিনি। এরপর জমি রেজিষ্ট্র কথা বললে তারা না রকম তাল বাহানা করতে থাকে। এক পর্যায়ে আরিফুর রহমানের মেয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি ও তার স্ত্রীকে নিয়ে ভারতে চিকিৎসার জন্য যান।দীর্ঘদিন চিকিৎসা শেষে জমি রেজিষ্ট্রর কথা বললে তারা পুনরায় তালবাহানা করেন।এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হলে তারা টাকা বা জমি দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা চীফ জুডিশিয়াল আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।এমন অবস্থায় তিনি তার পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।