শ্বেতপুর বিএনপি’র মনগড়া ওয়ার্ড কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঘোষিত ওয়ার্ড কমিটিকে মনগড়া ওয়ার্ড কমিটি আখ্যায়িত করে কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বার বার কারাবরণকারী ত্যাগী বিএনপি নেতা কবীর আহমেদ ঢালীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর আলম রিপন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঘোষিত কমিটির সভাপতি ও ইউপি সদস্য লিয়াকত আলী বিশ্বাস, মাস্টার আহসান হাবীব, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটু, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য জিয়াদ খান, অর্থ সম্পাদক সোহরাব, আল আমিন, ইকবাল হোসেন সহ অর্ধশত বিএনপি নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে মাস্টার আহসান হাবীব বলেন, সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এর মধ্যে বুধহাটা ইউনিয়নের কিছু কুচক্রী নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাউকে কিছু না জানিয়ে অতি গোপনে শ্বেতপুরে বিএনপির মনগড়া ওয়ার্ড কমিটি গঠন করে। কমিটিতে প্রতিবাদ সমাবেশে উপস্থিত অনেকের নাম থাকলেও অত্র ওয়ার্ডের বার বার কারাবরণকারী, নির্যাতিত, ত্যাগী ও প্রকৃত বিএনপি নেতাকর্মীদের নাম বাদ পড়ে যায়। যা অত্যন্ত দুঃখ জনক। সদ্য ঘোষিত ঐ কমিটির সভাপতি লিয়াকত আলী বিশ্বাস বলেন, ইউনিয়ন নেতৃবৃন্দ নিজেদের ইচ্ছে মত ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। আমরা এ কমিটি মানি না। তিনি আরও বলেন আমরাই জানি কারা প্রকৃত বিএনপি’র নেতাকর্মী। কমিটি গঠন করতে হলে আমরা শ্বেতপুরবাসী সকলে মিলে আলোচনা করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক দেওয়া মিথ্যা ও গায়েবী মামলায় কারা বরণকারী, নির্যাতিত, ত্যাগী ও প্রকৃত বিএনপি নেতাকর্মীর নামের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য পাঠাবো। তখন উক্ত কমিটিকে শ্বেতপুর বিএনপি নেতৃবৃন্দ স্বাগত জানাবেন। প্রকৃত বিএনপি নেতাকর্মীদের নাম বাদ রেখে গোপনে ওয়ার্ড কমিটি গঠন করায় ক্ষোভে ফুঁসে উঠেন শ্বেতপুর বিএনপি নেতৃবৃন্দ। এসময় সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট বিএনপি’র মনগড়া ওয়ার্ড কমিটির সিংহভাগ নেতাকর্মী উপস্থিত অর্ধশত বিএনপি নেতৃবৃন্দের সামনে প্রকাশ্যে মৌখিক ভাবে পদত্যাগের ঘোষণা প্রদান করেন। এবং মনগড়া কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানান। একই সাথে বিএনপি’র ইউনিয়ন কমিটির কাছে সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করার আহবান জানিয়ে শ্বেতপুর সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদের অংশগ্রহণে নতুন করে বিএনপি ওয়ার্ড কমিটি গঠনে তালিকা প্রস্তুত করবেন বলে আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।