কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন
কামরুল হাসান: কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান এ কমিটি ঘোষণা করেন। শেখ রফিকুল ইসলামকে আহবায়ক, আমিন হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও শফিউল্লাহ বাবুকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কুশোডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান এবং সদস্য সচিব মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত ও অনুমোদিত এ কমিটির যুগ্ম আহবায়ক হলেন: আব্দুল গফুর, আলতাফ হোসেন, সালাউদ্দিন সোহাগ, কবিরুল ইসলাম কবির, ইসমাইল হোসেন, নুরুল হক, হাসানুজ্জামান, সেলিম হোসেন, শেখ মনিরুল ইসলাম ও কবিরুল ইসলাম। সদস্যরা হলেন: জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা, নুরুল হক, আব্দুল গফুর, হাসানুজ্জামান হাসান, জামাল উদ্দিন, আব্দুল হাই, মোঃ মুন্না, আকবর আলি, ওহেদ আলি সরদার, সিরাজুল দালাল, রবিউল ইসলাম, আইনুদ্দিন সরদার, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, নুরুল হক, জিয়াদ আলি ও জাহাঙ্গীর হোসেন।