কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
কামরুল হাসান:
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা আর নেই। তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের কৃতি সন্তান। পারিবারিকভাবে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম(৭৬) দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত পৌনে ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন( ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে ও নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার(২০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় সন্মান প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আমানুল্যাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এড. আশরাফুল ইসলাম বাবু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, আমিরুল ইসলাম, মাস্টার আ. রউফসহ পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বাদ যোহর কাউরিয়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে অসংখ্য মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।