কলারোয়ার রায়টায় যুবদলের কর্মী সমাবেশ
কামরুল হাসান:
কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের যুবদলের ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে রায়টা পুরাতন বাজারে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকান্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম। কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টুটুল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান রাফি, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ। এছাড়া কৃষকদলের খোকা, স্বেচ্ছাসেবক দলের আলম, ছাত্রদলের আসাদ, তাঁতিদলের বদরুজ্জামানসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে কুশোডাঙ্গা ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সুজন ও শাহিনুর রহমান।
Please follow and like us: