কোটি টাকার মাদক ধ্বংস করল সাতক্ষীরা বিজিবি
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় জব্দকৃত এক কোটি সাতান্ন লক্ষ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। রবিবার সকালে সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান সদর দপ্তরে এসব মাদক বিনিষ্ট করা হয়। ধ্বংস মাদক দ্রব্যের মধ্যে সাড়ে ১৮ হাজার বোতল মদ গাজা ১০০ কেজি হেরোয়িন, ৭ হাজার ১শত কেজি গাঁজা , ভারতীয় ইয়াবা ৩লক্ষ ২৮ হাজার ৮৫৭ পিচ হোরেয়িন ৭ হাজার ১শত কেজি ,এল এস ডি ২৪ বোতল ক্রিষ্টাল মেথ আইচ সাড়ে ৪ কেজি ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০ হাজার ৯০৭ পিচ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আড়াই লক্ষ,ভারতীয় ইনজেকশান ৩৮ বোতল ,ভারতীয় পাতার বিড়ি ১৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৩ পিচ ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি ।
সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান,বিজিবি সীমান্তে নিরাপর্তা ও আস্থার প্রতিক । দেশের ভূখন্ড রক্ষা
সহ যেকোন ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। সীমান্তে মাদক ও চোরকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেস্ন আছে এবং থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন,বিজিবি সহকারী পরিচালক মাসুদ রানা , সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেড রিপন বিশ্বাস ,সাতক্ষীরা র্যাব -৬ সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।