শ্যামনগরে নিশিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর গ্রেপ্তার
রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নিশিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার সময় শ্যামনগর উপজেলার পরানপুর বাজারের গঙ্গার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার সাগর কুমার মন্ডল শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গাবুরার বিস্ফোরক দ্রব্য, মারামারি ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Please follow and like us: