তালায় চাউল বাজারে আগুন দিশেহারা নিম্ন আয়ের মানুষ
জহর হাসান সাগর:দুই সপ্তাহের ব্যবধানে তালায় চাউল বাজারে আগুন জ্বলছে। সব ধরনের চালের দাম কেজিপ্রতি ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এর মধ্যে মোটা চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা, আর চিকন চালের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এতে করে চাউলের দাম চলে গেছে গরিবের ক্রয় ক্ষমতার বাইরে, দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সাতক্ষীরা তালা উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষের চাপা কান্না। পকেট ফাঁকা করে, পেট বাঁচাতে পারছে না সাধারণ মানুষ। বন্যার তলিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কৃষকরা জমিতে চাষ করেছিলেন সবজি, বাজারে সবজির দাম হতাশাজনক,সার, বীজ, মুজুরি তো দুরের কথা সবজি বাজারে নিয়ে গেলে দাম করছেন না কেউ। তার উপর ১৫ দিনের ব্যাবধানে প্রতি কেজি চাউলের দাম ৫-১০ টাকাক বৃদ্ধি পেয়েছে। গত বছর অতিবৃষ্টিতে সাতক্ষীরার তালায় দুই টি ইউনিয়নে ফসলি জমি তলিয়ে গেলেও বাকি ১০ টি ইউনিয়ন সহ জেলার বাকি উপজেলার ফসল উৎপাদন হয়েছিল যথাযথভাবে।এর মধ্যে কৃষকের ধানের জমি যে পরিমাণ ক্ষতি হয়েছিল তাঁতে চাউলের দাম বেশি হওয়ায় কথা না। কোথাও কোন সিন্ডিকেট সিস্টেম এমন সংকট সৃষ্টি করেছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলার একাধিক হাটবাজারে পাইকারি ও খুচরা বাজারে সরেজমিনে দেখা গেছে, আঠাশ চাউল বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৭৪ টাকা ,আগে বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ টাকা।রড মিনিকেট চাউল ৬৪ থেকে ৬৮ টাকা,আগে বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ টাকা। এছাড়া বাসমতি চাউল প্রতি কেজি বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা,আগে বিক্রি হয়েছে ৮২ থেকে ৮৫ টাকা। যা গত ১৫ দিনের ব্যাবধানে চাউলের বাজার এমন হয়েছে।
তথ্য বলছে জেলার কোন বাজারে নেই কোন ধরনের মনিটারিং, নিয়ন্ত্রণহীন সমাজ ব্যাবস্থা, অসাধু রা রয়েছে কঠোর অবস্থানে, ইচ্ছে খুশিতে দাম হাঁকাচ্ছেন দোকানদার রা।বারাবরই যাঁতাকলে পিষ্ট হয়ে থাকে সমাজের নিম্ন আয়ের মানুষেরা। ২৪ শের গণঅভ্যুত্থানের পর এখনো সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার বলে মন্তব্য করেছেন মধ্যবিত্ত শ্রেণী পেশার মানুষেরা।
উপজেলার জাতপুর বাজারে মোঃ আব্দুল কাদের বলেন সারাদিন ভ্যান চালিয়ে দুই কেজি চাউল কিনতে পারি না। কোন রকম কমা দামের চাউল কিনতে পারলেও,তৈল,মসলা সহ অন্যান্য উপকরণ কেনা সম্ভব হচ্ছে না। সকলের ছুটছে নিজ নিজ গন্তব্যে আমাদের( গরিবের )কথা কেউ শুনতে পাবে না।
তালা সদর বাজারে চাউল ক্রেতা ভ্যান চালক মোঃ কামরুল ইসলাম চালক কবিতা শুনিয়ে বলেন, চাহিনী তো মুঠি মুঠি স্বর্ণ,চাহিনী তো ক্ষমতার অস্ত্র, পেটভরে খেতে পাব নিত্য,আর পাবো পরিদেহ বস্ত্র ,এই তো সহজ দাবি এ দাবী মানতে হবে।
চাউল বিক্রেতা আবু সাঈদ শেখ বলেন পাইকারি বাজারে চাউলের দাম আগের তুলনায় ঠিক আছে,যদি কোন খুচরা বিক্রেতা দাম বেশিতে বিক্রি করে তাহলে তাদের বিষয়। এছাড়া তিনি আরোও বলেন বাজার মনিটরিং করলে ঠিক হয়ে যাবে।
এবিষয়ে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর, জানান সারাদেশে ন্যায় সাতক্ষীরা জেলায় বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের মনিটারিং অব্যহত আছে। যদি কোন ব্যাবসায়ী বেশি দামে চাউল বিক্রি করেন এবং সেটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।