অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ
মুহাম্মদ হাফিজ :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কাজীরবাসার বাসিন্দা অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ।বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান ।এসময় মহান রাব্বি কারিমের দরবারে তাঁর জন্য দোয়া মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ নজরুল ইসলাম ও হাফেজ শাহিদুজ্জামান।
উল্লেখ্য আব্দুস সেলিম ফুসফুস, বৃক্কসহ নানাবিধ রোগে অসুস্থ হয়ে বেশ কয়েকদিন সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আব্দুস সেলিমের খোঁজ খবর নিতে তাঁর বাড়িতে যান ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।