কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই
কামরুল হাসান: কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই। বিশিষ্ঠ সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ প্রধান শিক্ষক লুৎফর রহমান(৮৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন(ইন্না..….. রাজিউন)। তিনি উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের কৃতি সন্তান। মৃত্যুকালে তিনি ২ পুত্র, নাতি- নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তাঁর পূর্ববর্তী কর্মস্থল সিংগা হাইস্কুল ফুটবল মাঠে। জানাজা নামাজ পরিচালনা করেন স্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা আয়ুব হোসেন। স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠের যৌথ সঞ্চালনায় জানাজা নামাজপূর্ব আলোচনায় অংশ গ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, মরহুমের শ্যালক অধ্যক্ষ জ্যোতি, মরহুমের পুত্র লিটন হোসেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর কাশেম, সিংগা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার ও সাংবাদিক সামসুর রহমান, মাস্টার তাজউদ্দীন, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার শাহারিয়ার কবির সুমন, মাস্টার ফজলুর রহমান, সমাজ সেবক জহুরুল ইসলাম, ওসমান গণি, শফিকুল ইসলাম, নুরুল আমিন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টু, আহম্মদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাজেদ, হুমায়ুন কবির, সিংগা হাইস্কুলের শিক্ষক আ: রউফ, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, বদরুজ্জামান, রফিকুল ইসলাম, মেহেদী হাসানসহ অসংখ্য মুসুল্লীগণ। মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক প্রদীপ বিশ্বাস, স্বপন সরকার, শুভংকর মজুমদার, নাসরিন আক্তার, তহুরা পারভিন, সামিমা খাতুন, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম ও আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্খীগণ। বৃহস্পতিবার জোহর বাদ বলিয়ানপুর জামে মসজিদ চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, প্রয়াত প্রধান শিক্ষক লুৎফর রহমান দীর্ঘ ৩৫ বছরের অধিককাল সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মজীবন শেষে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।