শ্যামনগরে দুটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
মোঃ আলফাত হোসেনঃ
সাতক্ষীরা শ্যামনগরে প্রকাশ্যে কাঠ পোড়ানোর অভিযোগে সোনার মোড় ও খানপুর এলাকার এইচ ডি ব্রিক্সকে ১ লক্ষ ও এম বি ব্রিক্সকে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে শ্যামনগর উপজেলার এইচ ডি ব্রিক্স ও এম বি ব্রিক্স ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রসিকিউশন অফিসারের উপস্থিতিতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা লঙ্ঘনে( জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার) ১৬ ধারা মতে এইচ ডি ব্রিক্সকে ১ লক্ষ ও এম বি ব্রিক্সকে ৫০০০০ টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, সাতক্ষীরার শ্যামনগরের একাধিক ইটভাটাতে প্রকাশ্যে কাঠ পোড়ানো, প্লাস্টিক ও টায়ার পোড়ানোর অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন হলে, বিষয়টি প্রশাসনের দৃষ্টি বছর হয়। তারই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুনের নির্দেশনায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সরেজমিনে ইটভাটাতে যেয়ে প্রকাশ্যে কাঠ পোড়ানোর দৃশ্য দেখতে পান, এ অবস্থা দেখেই তিনি মোবাইল কোর্টের মাধ্যমে উপরোক্ত ইটভাটা দুটিকে জরিমানা করেন।