শীতে কাঁপছে পঞ্চগড়
আবহা্ওয়া ডেস্ক:সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। শুক্রবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন।সরেজমিনে দেখা গেছে, হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সকাল সাতটা পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়াসহ দেখা মিলেছে সূর্যের। এদিকে বিপাকে পড়ছেন সাধারণ নিম্ন আয়ের মানুষরা। শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তবে সকাল ৯টার পর পুরোপুরি দেখা মিলেছে সূর্যের।এদিকে রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।অন্যদিকে কয়েক দিন ধরে টানা ঠান্ডার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রায়ই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।